ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু

আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু সময় টিভির ঢাকা অফিসের রিপোর্টার আলতাফ হোসেনের ৯ মাসের শিশুকণ্যা আলিজা খাতুন নাটোরের বড়াইগ্রামে নিজের বাড়িতে আগুনে পুড়ে মারা গেছে। গত শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, রাতে আগুন লেগে বাড়ির ৪টি রুম পুড়ে যায়। এ সময় সেখানেই পুড়ে মারা যায় শিশুটি। এর মধ্যে শিশুর মা আগুনের মধ্যেই মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। এতে তিনি আহত হন। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা পুড়ে মারা যায়। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত