ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা

মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সীমান্ত হত্যা কখনোই মেনে নেয়ার নয়। ভারতের উচিত সীমান্তে হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে। বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত করতে আমাদের তরুণ প্রজন্ম লড়াই-সংগ্রাম করেছে। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বিএনপিও দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম করে আসছে। যার প্রতিফলন ঘটেছে গত ৫ আগস্ট। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’

শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘পতিত হাসিনা ভারতে বসে কলকাঠি নাড়ছেন। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করা যাবে না। ব্যর্থ হতে দেয়া যাবে না।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি শুরু থেকেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবি করে আসছে। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পেছানো যাবে না।

ব্যক্তিগত সফরে গতকাল বুধবার সন্ধ্যায় বিমানযোগে সিলেট আসেন বিএনপি মহাসচিব। এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত