ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

একজনকে মারলে সমস্যা তাই সাতজনকেই মেরে ফেলেছি : ইরফান

একজনকে মারলে সমস্যা তাই সাতজনকেই মেরে ফেলেছি : ইরফান

লোমহর্ষক ৭ খুনের বর্ণানা দিলেন চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে হত্যাকারী ইরফান। একজনকে মারলে সমস্যা তাই সাতজনকেই মেরে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। গতকাল বুধবার র‌্যাব-১১ এর কুমিল্লা টিমকে এসব জানায় আকাশ মণ্ডল ইরফান।

তিনি বলেন, বেতন পাই না কয়েক মাস; আবার চাইলেও গালমন্দ করতো জাহাজের মাস্টার কিবরিয়া। এটা দেখেও জাহাজের অন্যরা কেউ প্রতিবাদ করতো না। তাই রাগে ক্ষোভেই সবগুলারে জাহাজেই মেরে ফেলেছি। ইরফান বলেন, দোকান থেকে ঘুমের ওষুধ কিনেছি। এরপর বাবুর্চি রান্না করে রেখে যাওয়ার পর সে খাবারগুলোতে ঘুমের ওষুধ মিশাই। সন্ধ্যায় যখন সবাই খেয়ে কেবিনগুলোতে ঘুমাচ্ছিলো। তখনি মাস্টারকে দিয়ে মারার মিশন শুরু করি। চাইনিজ কুড়ালটা দোকান থেকে কিনেছিলাম। মারার পর ওইটা জাহাজেই ফেলে এসেছি। মারবো বলেই ওই রাতে আমি খাবার খাইনি। ইরফান আরো বলেন, শেষে জুয়েলকে গলায় ছুরি দিয়ে জবাই দেই। ছুরিটা বাবুর্চির কেবিন থেকেই নিয়েছি। ও কীভাবে বাঁচলো তা জানি না। গলায় তো ইচ্ছামতো পোচাইছি। পালালেন কীভাবে এমন প্রশ্নের জবাবে ইরফান বলেন, ওখানে তো সব চর। মাঝের চরে নামলে রাস্তা দেখতে পাই। সেখানে হাত মুখ ধুয়ে বিকাশে টাকা ছিলো তা উঠিয়ে পোশাক কিনে জেলে ট্রলারে করে পালিয়ে চলে যাই। আমার এই অপরাধে আর কেউ জড়িত নেই। প্রমাণ লোপাটের চেষ্টায় রক্তমাখা পোশাক খুলে ফেলি এবং পরে নতুন জামা কিনে সেটা পরি। আমার বোনদেরকেও জানাইনি। ভাবছিলাম কোথাও দূরে চলে যাবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত