রাজধানীর মহাখালীর সাততলা বস্তির পেছনে একটি আবাসিক ভবনের দুই তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৮০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নির্বাপন করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। গতকাল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম। রোজিনা জানান, বিকেল ৪টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে যায়। পরে ৪টা ৫০ মিনিটে আগুন নির্বাপন করতে সক্ষম হন তারা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি।