ইতিহাস সৃষ্টির বছর ২০২৪ ছিলো আন্দোলনের বছর। এ বছর ইট-পাথরের শহর রাজধানী ঢাকা কার্যত আন্দোলনের শহরে পরিণত হয়েছিলো। নানা দাবিতে কথায় কথায় চলে রাজপথ অবরোধ। কোথাও কোথাও অগ্নিসংযোগসহ সংঘাত-সহিংসতার ঘটনাও এখন নিত্যনৈমিত্তিক বিষয় ছিলো। এতে কার্যত অবরুদ্ধ হয়েছিলো এই শহরের মানুষ। প্রত্যেকের যার যা দাবি নিয়ে রাস্তায় নেমেছিলো।
জানা যায়, ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন। গণতন্ত্রের ছদ্মাবরণে টানা স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার অবসানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গত ৮ আগস্ট তার নেতৃত্বে যাত্রা শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে সূচিত হয় সাধারণ মানুষের পাহাড়সম প্রত্যাশাও। শান্তির পথে, উন্নয়নের পথে, গণতন্ত্রের পথের এই যাত্রায় মানুষ ফিরে পাবে ন্যায়বিচার, মানবাধিকার এবং সামাজিক মর্যাদা। বিনাবিচারে হত্যা, খুন-গুমণ্ডঅপহরণের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে চিরতরে, মিলবে ভোটের অধিকার- এমনটাই এখন সবার চাওয়া।
কিন্তু এই চাওয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে নানা পক্ষ। ৫ আগস্টের পর যেন কোনোভাবেই স্থায়ীভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না রাজধানী ঢাকা। যে কোনো ইস্যু নিয়েই হচ্ছে আন্দোলন। অনেকেই তাদের দাবি নিয়ে সচিবালয় এলাকা এবং মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন। কখনো আনসার, কখনো প্যাডেলচালিত রিকশার চালক, কখনো ব্যাটারিচালিত রিকশাচালক, কখনো গার্মেন্ট শ্রমিক, কখনো শিক্ষক-চিকিৎসক-নার্স, কখনো সরকারি-বেসরকারি পর্যায়ের চাকরিজীবী, কখনো পল্লী বিদ্যুতের কর্মচারী, শিক্ষার্থী-নাট্যকর্মীসহ পেশাজীবীরা, আবার কখনো চাকরিতে ৩৫ বয়স প্রত্যাশীরা রাস্তায় নেমে পড়েছেন। নানা দাবিকে ঘিরে কমবেশি প্রতিদিনই তৈরি হয় খণ্ড খণ্ড আন্দোলন। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকা যেন হয়ে উঠেছে দাবি আদায়ের আন্দোলনের শহর।
চাকরি জাতীয়করণের এক দফা দাবি গ্রাম পুলিশের : ১৪ আগস্ট থেকে বেতন বৈষম্য নিরসন, চাকরি জাতীয়করণসহ চার দফা দাবিতে কয়েকদিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ‘বেতন বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি। পরে স্থানীয় সরকার বিভাগের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে তারা আন্দোলন থেকে সরে যায়। এর আগে সোমবার বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি অবস্থান করে। পুলিশ সদস্যদের মতো রেশন ও পেনশন সুবিধার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গ্রাম পুলিশের সদস্যরা বৈষম্য দূর করে নায্য বেতনের দাবি জানান।
সমাবেশে গ্রাম পুলিশের সদস্যরা বলেন, আমরা অক্লান্ত পরিশ্রম করে মাসে সাড়ে ছয় হাজার টাকা পাই, যেখানে চালের কেজি ৬০ থেকে ৭০ টাকা। আমরা বছরেও এক কেজি গরুর মাংস কিনতে পারি না। সন্তানদের পড়াশোনা করাতেও কষ্ট হয়। পরিবারের সদস্যদের নিয়ে একপ্রকার মানবেতর জীবনযাপন করি আমরা। আমাদের অভাবের কথা শোনার কেউ নেই।
এইচএসসি পরীক্ষার্থীদের সচিবালয় ঘেরাও : ২০ আগস্ট এইচএসসি পরীক্ষা না নেয়ার দাবিতে শিক্ষার্থীদের সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে। স্বৈরাচারী ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
২০ আগস্ট কয়েকশ’ শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে। দাবি করে, স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসলেও এক পর্যায়ে আন্দোলনকারীরা সিঁড়ি বেয়ে সচিবালয়ের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে উঠে অবস্থান নেন।
ওই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেয়া হয়। বলা হয়, ফলাফল কীভাবে দেয়া হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে।
আনসারদের সচিবালয় ঘেরাও : ২৬ আগস্ট সচিবালয় ঘেরাও করে আনসার সদস্য। ঐদিন রাতে ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪ মামলায় ৩৭৭ আনসার সদস্যকে কারাগারে পাঠান আদালত।
চাকরি জাতীয়করণসহ আরো কিছু দাবিতে আন্দোলন করছিলেন আনসার সদস্যরা। সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেয়ার পরও সচিবালয়ের গেট অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখেন কিছু আনসার সদস্য।
পরে রাতে ছাত্র-জনতা সচিবালয় এলাকায় গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আনসার সদস্যরা। এতে আহত হন অন্তত ৫০ জন।
সরকারি চাকরির বয়স নিয়ে আন্দোলন : ২০২৪ সালে সরকারি চাকরির বয়স নিয়ে দির্ঘদিন আন্দোলন হয়। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন ‘৩৫ প্রত্যাশীরা’। দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। পরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হয়। এছাড়া বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ তিনবার অংশ নেয়ার সুযোগ রাখে সরকার। এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। আন্দোলনকারী এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, শর্ত বাদ দিয়ে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা স্থায়ীভাবে ৩৫ বছর করতে হবে।
সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে শাহবাগ অবরোধ : দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সনাতনী অধিকার আন্দোলন’- এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। তারপর শাহবাগ মোড় অবরোধ করে সনাতন ধর্মাবলম্বীদের মানুষেরা আট দফার দাবিতে আন্দোলন শুরু করেন। অবরোধকারীদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে আন্দোলন স্থগিত ঘোষণা করেন তারা।
চাকরি স্থায়ী করার দাবিতে শাহবাগে আউটসোর্সিং কর্মীদের অবরোধ : চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা।
অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানায়।
অবরোধ চলাকালে আউটসোর্সিং খাতে নিয়োজিত কর্মচারীরা বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন। তাদের অভিযোগ, টেন্ডার জটিলতায় কর্মরত অনেকের চাকরি চলে যায়, বছর শেষে জুন মাসে নবায়ন করার নামে বিপুল অঙ্কের ঘুষ দাবি করা হয়, ঘুষ না দিলে চাকরি চলে যায়। এ ছাড়া প্রতি মাসে বেতন না পাওয়া, কখনো কখনো পাঁচ থেকে ছয় মাস আবার এক থেকে দুই বছরও বেতন বকেয়া থাকে বলে অভিযোগ করেছেন অবরোধকারীরা।
ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে ট্রেইনি চিকিৎসকদের অবরোধ : পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় ট্রেইনি চিকিৎসকরা।
একই দাবিতে গত ২২ ডিসেম্বরও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার।
ভাতা বাড়াতে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। দাবি না মানলে দেশের প্রায় ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেয়া হয়। কিন্তু বেঁধে দেয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হওয়ায় ২২ ডিসেম্বর ট্রেইনি চিকিৎসকরা আন্দোলন শুরু করেন। তাদেরই একটি অংশ শাহবাগ অবরোধ করে। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার করার ঘোষণা দেয়। ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ঢাকায় বিভিন্ন কলেজে আন্দোলন ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলন : ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে মাহবুবুর রহমান মোল্লা কলেজকে ঘিরে রণক্ষেত্র তৈরি হয়েছিলো যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকায়। এ সময় একদিন আগে বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, ছড়িয়ে পড়ে আতঙ্ক। কয়েকদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও মালিকরা বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায় তারা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে গণ-অবস্থান কর্মসূচি স্থগিত করে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। পরে ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে ফের সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকরা। ঢাকার আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে নামেন তারা। পরে আদলতের রায়ে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি পেলে ব্যাটারিচালিত রিকশাচালকরা আন্দোলন শেষ করে।