ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন বছরে এটিই ডেঙ্গুতে প্রথম মৃত্যু। এর আগের তিন দিন ডেঙ্গুতে কেউ মারা যায়নি। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বছরে টানা তিন দিন (১ থেকে ৩ জানুয়ারি) মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গুতে এর আগে একজনের মৃত্যু হয়েছিল গত বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর। ২০২৪ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। সব মিলিয়ে নতুন বছরের প্রথম চারদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ২২১ জন। মৃত্যু হলো একজনের।

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ২৩ জন, ঢাকা বিভাগে আটজন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২২৬ জন। দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত