ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

স্বামী-স্ত্রীসহ তিন জেলায় সড়কে নিহত ১০

স্বামী-স্ত্রীসহ তিন জেলায় সড়কে নিহত ১০

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিভিন্ন সময়ে এ সব দুর্ঘটনা ঘটে। ফরিদপুর : ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সকলে নিকট আত্মীয়। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। গতকাল বেলা সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় মুন্সিবাজার রেলক্রসিংয়ে রাজবাড়ী-ভাঙ্গা রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যান। বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। নিহতরা হলেন- মামুন চৌধুরী ওরফে লিটন (৫০) ও তার স্ত্রী ফাহমিদা শারমীন মুন (৪০)। তারা নারায়ণগঞ্জের ভুইয়াপাড়ার অধিবাসী। নিহত অন্যরা হলেন- নারায়ণগঞ্জের ভুইয়াপাড়ার মো. হাসিব জহিরের স্ত্রী সাজিয়া সাজু (৪৫), একই গ্রামের মো. সাইদ ভুইয়ার স্ত্রী আতিফা রহমান ভাইয়া (৩৬) ও নারায়ণগঞ্জের দড়ি মোল্লাকান্দার মো. আলমগীর হোসেনের স্ত্রী উম্মে তানসুমা রিনতু (৩০)। নিহত মামুন চৌধুরীর ভায়রা মো. সালাউদ্দিন জানান, নিহতরা সকলে নিকট আত্মীয়-স্বজন। এরা ফরিদপুর সদরের গেরদা এলাকায় ঘোরার পর নারায়ণগঞ্জে ফেরার পথে মাইক্রোবাস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। রেলওয়ে রাজবাড়ী থানার ওসি আশিক মো. সিদ্দিকুর ইসলাম বলেন, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশগুলো পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে গতকাল মঙ্গলবার বিকালে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় রিপন নামে অন্য এক যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বড়গোবিন্দাপুর এলাকার রিয়ন মিয়ার ছেলে করিম মিয়া (৪০), একই উপজেলার নয়ানগর এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন চন্দ্র রায় (৩৫) ও একই উপজেলার সূত্রাপুর এলাকার মৃত বাসুদেব দাসের ছেলে সুদেব দাস (৩৭)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, অয়ন, সুদেবসহ কয়েকজন গতকাল মঙ্গলবার কালিয়াকৈর উপজেলার বড়গোবিন্দাপুর হোসেনমাকের্ট এলাকায় যান। ওই এলাকা থেকে একটি অটোরিকশা যোগে কালিয়াকৈর ফিরছিলেন। ফেরার পথে বিকাল সাড়ে ৩টার দিকে তাদের বহন করা অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা সড়কের কাঞ্চানপুর চেয়ারম্যানবাড়ি এলাকায় পৌছলে ফুলবাড়িয়াগামী ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অয়ন মারা যান। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় অটোচালক করিম, সুদেব ও রিপনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে অটোরিকশা চালক করিম টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুদেব ফজিলাতুন্নেছা কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য অন্য আহত রিপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা রেফার্ড করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। এদিকে এ ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও অটোরিকশা জব্দ করলেও ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নওগাঁ : মহাদেবপুরে রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা ট্রাকের ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছে। গতকাল ভোরে নওগাঁ-মহাদেবপুর উপজেলার আঞ্চলিক সড়কের তেরো মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ও মহাদেবপুর বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র ফারদিন এবং শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে নওগাঁ থেকে একটি মোটরসাইকেল যোগে মহাদেবপুরে ফিরছিলেন তারা। পথিমধ্যে তেরো মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারও মৃত্যু হয়। মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত