ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া

আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডন হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। চিকিৎসা শুরুর পর হালকা হাঁটাহাঁটিও করছেন সাবেক এ প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জা?হিদ হোসেনের বরাত দিয়ে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু জানান, পুরোপুরি চিকিৎসা এখনো শুরু না হলেও হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে।

সফরসঙ্গী ও দলীয় সূত্রে জানা যায়, থেরাপি দেয়ার পর খালেদা জিয়া হালকা হাঁটাহাঁটি করছেন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার মেডিকেল দল আন্তর্জাতিক মান রক্ষা করে চিকিৎসাসেবা দিচ্ছেন।

যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমদ জানান, ছেলে-ছেলের বউ এবং নাতিদের সঙ্গে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া। প্রতিদিনই তারা হাসপাতালে আসছেন। মানসিকভাবে আগের চেয়ে অনেক সুস্থ আছেন বিএন?পি চেয়ারপারসন।

এদিকে দীর্ঘ ৭ বছর পর মাকে কাছে পেয়ে তার সেবায় প্রতিদিন স্ত্রীসহ হাসপাতালে হাজির হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনরাত মায়ের সেবায় নিয়োজিত রাখছেন নিজেকে। বাসায় রান্না করা খাবার নিজ হাতে করে নিয়ে আসেন হাসপাতালে। সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের অন্য সদস্যরাও থাকেন।

পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়াও এখন অনেকটা উজ্জীবিত। তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতালে হাঁটাচলা করছেন, কথা বলছেন সবার সঙ্গে।

প্রতিদিনের মতো গত রোববারও হাসপাতালের এসেছিলেন তারেক রহমান। স্থানীয় সময় দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালের আসেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, সবাই সবার জন্য দোয়া করি। এরপর রাত ১১টায় বের হন হাসপাতাল থেকে। এই পুরো সময় মায়ের পাশে ছিলেন তারেক রহমান।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গত রোববার মধ্য-পশ্চিম লন্ডনের বিশেষায়িত এ হাসপাতালের সামনে স্থানীয় সাংবাদিকদের সাথে দলীয় নেত্রীর ‘চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত’ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানান।

ডা. জাহিদ জানান, ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকেই বেগম খালেদা জিয়ার রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার চিকিৎসার ধরনে কিছু পরিবর্তন হয়েছে। কিছু মেডিকেল পরীক্ষার পরে, সেই রিপোর্টের ভিত্তিতেই তার চিকিৎসা চলছে। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে এখন ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ইনটেনসিভিস্ট চিকিৎসকরা তাকে দেখছেন। ডা. জাহিদ বলেন, এভাবে আরো কয়েক দিন চিকিৎসা চলার পর; আমরা আশা করছি তার (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা নিয়ে আরো সুনির্দিষ্টভাবে কিছু বলার সময় আসবে।

ডা. জাহিদ আরো জানান, তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, খালেদা জিয়ার নাতনি, তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ তিন নাতনি হাসপাতালে সবসময় খালেদা জিয়ার দেখভাল করছেন। ছেলে তারেক রহমান প্রতিদিন বাসা থেকে নিজে হাতে করে মায়ের জন্য খাবার নিয়ে আসছেন হাসপাতালে। ফলে, ম্যাডাম এখন অনেকটা ভালো আছেন। মানসিকভাবে উৎফুল্ল আছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ। এর আগে গত শনিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যে সফররত জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার জন্য ‘লন্ডন ক্লিনিকে’ যান এবং তার (বেগম জিয়া) সঙ্গে দেখা করেন। পরে, ক্লিনিক থেকে বেরিয়ে যাওয়ার সময় হাসপাতালের বাইরে অপেক্ষারত স্থানীয় সাংবাদিকরা তার কাছে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। মানসিকভাবে তিনি সবসময় স্ট্রং ছিলেন। এজন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন।’

আফরোজা আব্বাস বলেন, ‘ম্যাডাম এখন পরিবারের সবার সঙ্গে আছেন, এ কারণে আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা আশা করছি অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে আবার ফিরে আসবেন। দেশে এসে দেশ ও জনগণের হাল ধরবেন।’ এসময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে গত ৭ জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি। ৮ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। পরে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসনকে। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত