ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

ঢাকার তিন কলেজে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দুইটায় এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

গতকাল শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, একইসঙ্গে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

এতে বলা হয়, আজ শনিবার দুপুর দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এ কর্মসূচি শুরু হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছাত্রদলের সব নেতাকর্মীসহ ছাত্রসমাজকে মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

ঢাকার তিন কলেজে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি : ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেন।

ঢাকা কলেজ : পিয়াল হাসানকে আহ্বায়ক ও মিল্লাত হোসেনকে সদস্য সচিব করে ঢাকা কলেজের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ৮৫ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১২৮ জনকে সদস্য করা হয়েছে।

সরকারি বাঙলা কলেজ : আহ্বায়ক মো. মোখলেসুর রহমান ও সদস্য সচিব ফয়সাল রেজা। এছাড়া ৬৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৪৫ জনকে সদস্য করা হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজ : ইরফান আহমেদ ফাহিমকে আহ্বায়ক ও নাজমুল হাসানকে সদস্য সচিব করে সরকারি কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৪০ জন যুগ্ম আহ্বায়ক ও ১৬৩ জন সদস্য রয়েছে।

এর আগে গত ২৪ ডিসেম্বর কলেজগুলোতে আংশিক কমিটি গঠন করা হয়। ওইদিন বিজ্ঞপ্তিতে ৪৫ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত