প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণার পর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে এরইমধ্যে জুডিশিয়াল অ্যাপোয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মাধ্যমে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য তৈরিকৃত খসড়া অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে এবং সুপ্রিমকোর্ট সচিবালয় স্থাপনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রামে বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও জাতিসংঘের উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি), বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘Judicial Independence and Efficiency in Bangladesh’ শীর্ষক একটি রিজিওনাল সেমিনার অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি, বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেসেন্টেটিভ স্টিফান লিলার। সেমিনারে সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। প্রধান বিচারপতি আরো বলেন, অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতিতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ বিচার বিভাগীয় কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রধান বিচারপতি ফেলোশিপ চালু করার বিষয়ে সুপ্রিমকোর্ট কাজ করে যাচ্ছে। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, বিচার বিভাগ ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এরইমধ্যে বাংলাদেশ সুপ্রিমকোর্টের কোম্পানি বেঞ্চে কাগজমুক্ত কার্যক্রম পরিচালনা এরইমধ্যে শুরু হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্বচ্ছ ও সহজলভ্য বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তার ঘোষিত রোডম্যাপের বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা আরো সুসংহত করবে।
সেমিনারে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালত, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম কাস্টম হাউজে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাসহ চট্টগ্রামের বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিমকোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা হতে গত ১৬ জানুয়ারি চট্টগ্রামে কর্মরত ৫৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে উক্ত সেমিনারে অংশগ্রহণের জন্য মনোনীত করে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়। এছাড়াও সেমিনারে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটরসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।