রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে যেসব সংস্কার কার্যক্রম চলছে, তার মধ্যে অর্থনৈতিক সংস্কারকে বর্তমান বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠেকছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে।
তার ভাষ্যে, ‘সবচেয়ে বড় কথা আমরা সকলে সংস্কার নিয়ে কথা বলছি। এই রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, ইলেকশন প্রসিডিউর। তবে আমি মনে করি, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক দিকনির্দেশনা ও সংস্কার। আইনকানুন দিয়ে সঠিক ব্যবহার করতে হবে। সিস্টেম আছে, সেটা আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি না।’ আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সালেহউদ্দিন আহমেদ। রাজস্ব আহরণে কর্মকর্তারা যাতে পেশাদারত্বর পরিচয় দেন, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কাস্টমসকে অনুরোধ- রাজস্ব আহরণে সহযোগিতা করতে। জোর করে টাকা-পয়সা আদায় করবেন না। দেনা আদায়ের ক্ষেত্রে কোনো রকম বেআইনি ও অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। এমনকি অফিসের টেবিলের নিচে অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। তাই আমি আশা করি, ব্যবসায়ে সহযোগিতা করবেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘রাজস্ব বোর্ড যে শুধু সুযোগ-সুবিধা দিবে বিষয়টি এমন না; আর ব্যবসায়ের দিকে নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা চান সরকারকে ভ্যাট-ট্যাক্স দেয়া হলে ব্যবসা করার জন্য পরিবেশ সহজ করবে। তবে এখানেই আমরা দেখতে পারি অনেক সময় ঘাটতি থাকে। অর্থ উপদেষ্টা বলেন, পৃথিবীর সব দেশের ব্যবসায়ীরা দাবি করেন যে- ট্যাক্স এত দিচ্ছে; ট্যাক্স যে নেয়া হচ্ছে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরেকজনের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে কাজে লাগবে। তিনি বলেন, বাংলাদেশ রাজস্ব আদায় ও ব্যয়ের ব্যবস্থাপনায় মোটামুটি এগিয়ে আছে। তবে এখনো প্রক্রিয়া ও প্রযুক্তির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, এসব বিষয় টের পাওয়া যাচ্ছে। এখন সময় বেশি নেই। আমাদের আধুনিক যুগে প্রবেশ করতে হবে।