ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

৯০ দিনের মধ্যেই আছিয়ার বিচারের রায় কার্যকর দেখতে চাই

বললেন ডা. শফিকুর রহমান
৯০ দিনের মধ্যেই আছিয়ার বিচারের রায় কার্যকর দেখতে চাই

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ৯০ দিনের মধ্যে আছিয়াকে ধর্ষণ ও হত্যার বিচারের রায় কর্যকর দেখতে চাই। ৯১ দিনও যেন পার না হয়। কোরআনের আইন চালু হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। আজ শনিবার মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বহুল আলোচিত আছিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে শ্রীপুর উপজেলার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখানে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি মাইক্রোবাসযোগে জারিয়া গ্রামে গিয়ে আলোচিত আছিয়া খাতুনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি আছিয়ার মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলেন। তিনি তাদের সান্ত¡না দেন এবং সমবেদনা জানান। সেই সাথে শিশু আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাকা ঘর নির্মাণ করে দিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

পরে স্থানীয় সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো: মোবারক হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জামায়াত একটি দায়িত্বশীল সংগঠন। এ রকম ঘটনা, এ রকম বিপর্যয় যেখানেই ঘটবে আমরা চেষ্টা করি সে সকল পরিবারের পাশে দাঁড়ানোর। আপনাদের দোয়া নিয়ে বলছি, আমরা এ পরিবারের পাশে থাকব, এ পরিবারের পাশে দাঁড়াব। সারাদেশে ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়া পেছনে বিচারহীনতাকে দায়ী করে তিনি বলেন, ধর্ষণের বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড থাকলেও এ যাবত মাত্র কয়েকজনকে তা প্রদান করা হয়েছে। বিচার যদি কার্যকর হতো তাহলে ধর্ষণের হার অনেক কমে যেত। ইনসাফ ভিত্তিক দেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়েত ইসলামের পাশে থাকার অনুরোধ জানান তিনি। জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার, প্রচার সেক্রেটারি মাওলানা মো: সাইফুল্লাহ, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, মহম্মদপুর উপজেলা আমীর নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলী, শিবিরের জেলা সেক্রেটারী মো: জুবায়ের হোসেন।

দোয়া অনুষ্ঠানে জামায়াতের নেতাকর্মীর ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত