ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

উত্তাল মার্চ

স্বাধীনতার দাবিতে মিছিলে মিছিলে সয়লাব সারাদেশ

স্বাধীনতার দাবিতে মিছিলে মিছিলে সয়লাব সারাদেশ

আজ ২২ মার্চ। ১৯৭১ সালের এদিন, স্বাধীনতার দাবিতে মিছিলে মিছিলে সয়লাব ছিল ঢাকাসহ সারাদেশ। পল্টনে প্রাক্তন সৈনিক সংস্থার সভা থেকে স্বাধীনতার ডাক আসায় আরো বেগবান হয় আন্দোলন। পরের দিন জনসভা এবং জাতীয় সংগীত ও প্যারেডের মধ্য দিয়ে সারাদেশে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন সফল করার প্রস্তুতি নেয় ছাত্ররা। স্বাধীকারের দাবিতে আন্দোলনে উত্তাল সারাদেশ।

এরইমধ্যে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও পিপলস পার্টির নেতা জুলফিকার আলী বৈঠক করেন। এদিনই আন্তর্জাতিক গনমাধ্যমে সামরিক জান্তার ব্যাপক অস্ত্র সমাবেশের খবর আসে।

পরের দিন পাকিস্তান যখন রিপাবলিক ডে পালনের প্রস্তুতি নিচ্ছে, তখন ছাত্র-জনতা প্রস্তুতি নিচ্ছে আনুষ্ঠানিকভাবে সারাদেশে পতাকা উত্তোলনের কর্মসূচি সফল করার। চতুষ্টয় ছাত্রনেতা নামে পরিচিত ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ডাকসুর ভিপি-জিএস পরের দিনের জনসভা সফল করার আহ্বান জানান। ঢাকা মহানগরীর ছাত্রসমাবেশের দায়িত্ব পালনকারী শরীফ নুরুল আম্বিয়ার এখনও মনে আছে, মিছিলের স্মৃতি। এদিন প্রাক্তন সৈনিক সংস্থাসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভের ঢেউ দেখে আরো ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ে পাকিস্তানি সামরিক জান্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত