রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিস ও লেবার পার্টির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিন এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন ৮ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম এবং দলটির প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ লেবার পার্টির ১২ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টির প্রতিনিধিদলে ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, জোহরা খাতুন জুঁই, মো. আলাউদ্দিন আলী, আমিনুল ইসলাম রাজু, রামকৃষ্ণ সাহা, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আব্দুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, গাজীপুর জেলা সভাপতি নাজমুল করিম মোল্লা শামীম ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।