গুজব ছড়িয়ে দেশকে অস্থির করার চেষ্টা
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফারুক আলম

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মী ও সমর্থক প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে গুজব ছড়াচ্ছে। গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে চক্রটি। এসব গুজবে মানুষও অতিষ্ঠ হয়ে পড়েছেন।
গত বছরের ৫ আগস্টের পর থেকে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা গুজব ছড়াচ্ছে। দিনের চেয়ে রাতে বেশি গুজব ছড়ানো হচ্ছে। সপ্তাহের সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয় বৃহস্পতিবার রাতে। একের পর এক গুজব ও মিথ্যা প্রচারণার মাধ্যমে সংঘাত এবং হানাহানির দিকে মানুষকে ঠেলে দেয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া মানেই এখন গুজব। কোনটি সত্য, কোনটি মিথ্যা, বিশ্বাস করাই কঠিন। গুজবের ঘটনায় মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
সোশ্যাল মিডিয়ায় মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন। আর সেই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়লে তা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হোক বা না হোক, মানসিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তেমনই একটি রাত গেল ২৩ মার্চ। রাতভর গুজবে সয়লাব হয়েছে ফেসবুক ও ইউটিউবে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন, ফেসবুকে এই ভুয়া পোস্টে মুহূর্তেই উত্তেজনার পারদ দেখা যায়। তবে খবরটি সঠিক নয় বলে জানান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মধ্যরাতে হঠাৎ ফেসবুকে মেজর জেনারেল মঈন খানের নেতৃত্বে ৯ম পদাতিক ডিভিশন বিদ্রোহ করছে। সবাই যার যার অবস্থান থেকে পালাও আপা চট করেই ঢুকে পড়েছে। গুজব ছড়ায় দেশব্যাপী জরুরি অবস্থা জারির। রাত যতই বাড়ছে, গুজবের মাত্রা ততই বাড়তে থাকে। অনেকের কাছে গুজব মনে হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হৃদয়ে বঙ্গবন্ধু নামে একটি ফেসবুক আইডিতে লেখা হয়েছে, ‘সবাই পল্টি নিচ্ছে এবার খেলা শেষ, প্রেস সেক্রেটারি শফিকুল ওরফে গণশত্রু’র পদত্যাগ।’ রিমা আফরিন রমিসা লিখেছেন, ‘ব্রেকিং নিউজ!! আজ রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ কে এম ইদ্রিস আলী লিখেছেন, ‘অবশেষে আপা ইজ কামব্যাক!!! দীর্ঘ ৭ মাসের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছেন শেখ হাসিনা। জয় বাংলা। এভাবে প্রতিনিয়ত রাত-দিন ছব্বিশ ঘণ্টা ফেসবুকে গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রশিকতার ছলে তার ফেসবুকে লিখেছেন, ‘আপা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না।’ ৫ আগস্টের পর থেকে ফেসবুকে এতোটাই গুজব ছড়িয়ে পড়ছে যা মানুষের কাছে বিরক্তিরকারণ হয়ে দাঁড়িয়েছে। সেই বিরক্তি থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ
তার ফেসবুক আইডিতে গতকাল লিখেছেন, ‘রাতভর জরুরি অবস্থা জারি করাইলেন, আপারে ফিরিয়ে প্রধানমন্ত্রী পদে বসাইলেন, ড. ইউনূসরে রিজাইন করাইলেন, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করাইলেন। নবম পদাতিক ডিভিশনরেও মার্চ করাইয়া ফেললেন। আরও অনেক কিছু। যাক, আর তো কিছু বাকি রাখেন নাই। এবার নিশ্চিন্তে গর্ত থেকে বেরিয়ে আসেন। আদর-আপ্যায়নের জন্য অনেকেই আপনাদের অপেক্ষায় আছে। সেনাপ্রধান জুলাই আহতদের জাতীয় বীর বলেছেন গতকাল। তাহলে আপনারা কী? আপনাদের নেত্রী কী? বুঝতে পারছেন?’ দেলওয়ার হোসেন তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘এটা কি অস্থিরতা, নাকি ভিউ ব্যবসা, শুনলাম ডলারে আয় বেড়েছে কয়েকগুণ...,।
কাজী আজিজুল ইসলাম নামে আরেকজন তার ফেসবুকে বিরক্ত হয়ে লিখেছেন, ‘অতিকথন, আশঙ্কা ও উত্তেজনার ক্রেতা-বিক্রেতার চাপে নাজেহাল নির্ঘুম জাতির ‘ফেসবুকে জরুরি অবস্থা’ জারির জন্য জাকারবার্গকে অনুরোধ করা জরুরি’ বলে মনে করেন তিনি। আরেকজন জাহিদ উদ্দিন বাবর লিখেছেন, ‘ওরা হতাশার অথৈ সাগরে নিমজ্জিত। এজন্য গুজবের খড়কুটোয় ভেসে থাকার বৃথা চেষ্টা করে যাচ্ছে।’ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বাসের সিটে একসঙ্গে দুজনের ঘুমানোর ছবি ফেসবুকে পোস্ট দিয়ে মনিরুল ইসলাম ফারাজী লিখেছেন, ‘সারারাত গুজব ছড়িয়ে দিনের বেলা ঘুমাচ্ছে ...।’
নো রিসন বিডি নামে আরেকটি ফেসবুক আইডিতে লেখা হয়েছে, ‘খুব শিগগিরই দেশে ফিরছেন শেখ হাসিনা’ ‘আমি ফিরে আসছি’ ‘দেখা হবে শিগগিরই’। এ সমস্ত পোস্ট বর্তমান সোশ্যাল মিডিয়া ভরপুর। আসলেই কি আসছে? আপনার কি মনে হয় এত সহজ? নাকি গুজব লীগ হুদাই জনগণের ভেতর একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতেছে। নাকি এসব বলে তাদের কর্মীদের সান্ত¡না দিচ্ছে বা তারাই সান্ত¡না নিচ্ছে আপাতত।’
এদিকে দেশে যেকোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। গতকাল সোমবার সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সই শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘যা গুজব তা নিয়ে মন্তব্য করার কিছু নেই।’ এসওপি সই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকরা এ বিষয়ে নানা ধরনের তথ্য দেন। এ বিষয়ে গতকাল স্বরাষ্ট্রসচিবের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এসব গসিপ আলাপ-আলোচনা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, সবাই চেষ্টা করছি যে স্থিতিশীলতা আছে, সেটা যেন রক্ষা করতে পারি।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রতি রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্যাট্রলিং (টহল দেওয়া) করছেন বলেও জানান তিনি।
সারা দেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকার কথা জানিয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, ‘রাজধানীতে পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। ঈদের সময়ও নিরাপত্তার কোনও বিঘ্ন ঘটবে না। শুধু যে পুলিশ পেট্রোলিং করছে তা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুজন কর্মকর্তা প্রতিদিন রাতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছেন।’