হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে দাপট দেখাল বাংলাদেশ। একের পর এক সুযোগ পেয়েও গোল পায়নি লাল সবুজ দল। সুনিল ছেত্রীদের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরা শিষ্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের ম্যাচের বয়স ৩০ সেকেন্ড না হতেই ভারতের শিবিরে আতঙ্ক ছড়িয়েছিল বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বিশাল বায়েতের ভুলে বল পেয়েছিলেন মজিবুর রহমান জনি। তিনি কাটব্যাক করতে পারলে প্রথম আক্রমণেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। পারেননি জনি। ভারত বেঁচে যায় প্রথম মিনিটেই। নবম মিনিটে আরও একবার সুযোগ হাতছাড়া করে লাল-সবুজ জার্সিধারীরা। উইঙ্গার শেখ মোরসালিনের ক্রসে বক্সে ফাঁকায় থাকা আরেক উইঙ্গার শাহরিয়ার ইমনের হেড লক্ষ্যভ্রষ্ট হয় পোস্ট ঘেঁষে।
১৫তম মিনিটে অবিশ্বাস্যভাবে আরেকটি সুযোগ নষ্ট হয় সফরকারীদের। মিডফিল্ডার হামজা চৌধুরীর কর্নার কিকের পর বল লুফে নেন কাইথ। ভারতের গোলরক্ষক কিক নিলে সামনে থাকা ডিফেন্ডার শাকিল আহাদ তপুর গায়ে লেগে বল চলে যায় পেছনে। বক্সের বাম দিকে ফাঁকা পোস্টের সামনে বল পান মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। তার গড়ানো দুর্বল শট গোললাইনে আটকে যায় ডিফেন্ডার শুভাশীষ বোসের পায়ে। দুই মিনিট পর বামপ্রান্ত থেকে মোরসালিন করেন নিখুঁত ক্রস। ভারতের ডি-বক্সে একদম অরক্ষিত অবস্থায় ছিলেন ইমন। কিন্তু বলে ঠিকমতো মাথা ছোঁয়াতেই পারেননি তিনি। আরেক দফা আক্ষেপে পুড়তে হয় বাংলাদেশকে। একগাদা সুযোগ হারানোর পর ২১তম মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন অধিনায়ক ও ডিফেন্ডার তপু বর্মণ। তার বদলি হিসেবে মাঠে নামেন আরেক ডিফেন্ডার রহমত মিয়া। আক্রমণের তোড় সামলে এরপর ধীরেধীরে নিজেদের গুছিয়ে নিতে চেষ্টা করে ভারত। ২৭তম মিনিটে প্রথমবারের মতো বাংলাদেশের গোলমুখে শট নেয় তারা। মিডফিল্ডার লিস্টন কোলাচোর শট সহজেই লুফে নেন গোলরক্ষক মিতুল মারমা। চার মিনিট পর তার নৈপুণ্যে বেঁচে যায় বাংলাদেশ। বামপ্রান্ত থেকে কোলাচোর দূরের পোস্টে রাখা ক্রসে মিডফিল্ডার উদন্ত সিংয়ের হেড ফিরিয়ে দেন তিনি। আলগা বলে ফরোয়ার্ড ফারুখ চৌধুরীর শটও ঝাঁপিয়ে রক্ষা করেন তিনি। ভারতের বিপক্ষে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করার শেষ সুযোগ বাংলাদেশ পেয়েছিল ৪২ মিনিটে। ডান দিক দিয়ে তৈরি হওয়া আক্রমণে ভারতীয় গোলরক্ষকে একা পেয়েছিলেন মজিবুর রহমান জনি। তবে তিনি ঠিকঠাকমতো শট নেয়ার আগে দৌড়ে এসে বাধা দেন ভারতের গোলরক্ষক। প্রথমার্ধের শেষ রক্ষা হয় ভারতের। এশিয়ান কাপ বাছাইয়ের দুই দেশের প্রথম ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরে ভারত। সেন্টার ব্যাক তপু বর্মনের অনুপস্থিতিও কিছুটা যেন অনুভূত হতে থাকে। প্রথমার্ধের বন্দিদশা থেকে বেরিয়ে সুনিল হানা দিতে থাকেন বারবার। ৫৫তম মিনিটে কোলাসোর ক্রসে সুনিলে লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। একটু পর সুনিলের হেড হামজা লাফিয়ে আটকান। ভারতীয় কিংবদন্তি অবশ্য হ্যান্ডবলের দাবি তুলেন, সাড়া দেননি রেফারি। ৬২তম মিনিটে দুটি পরিবর্তন আনেন হাভিয়ের কাবরেরা। ইমন ও জনিকে তুলে ফয়সাল আহমেদ ফাহিম ও চন্দন রায়কে নামান বাংলাদেশ কোচ। একটু পর কর্নার থেকে পাওয়া বলে ছেত্রির শট উড়ে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে। দশ মিনিট পর বিপদে পড়তে পারত বাংলাদেশ। এই মাঠে পা পিছলে পড়ে যাওয়া নিয়ে খোদ ভারত কোচ উষ্মা জানিয়েছিলেন মালদ্বীপ ম্যাচের পর। একই পরিস্থিতির মুখোমুখি হলো বাংলাদেশ। সাদউদ্দিনের ব্যাক পাস ধরতে গিয়ে পিছলে পড়ে যান সাদউদ্দিন, বল চলে যায় ছেত্রির কাছে।