বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাবনা (মোশন) পাস হয়েছে। দেশটির তিনটি রাজনৈতিক দল যথাক্রমে- লেবার, লিবারেল ও গ্রিন পার্টির সংসদ সদস্যরা এই বিল প্রস্তাব ও পাস করেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো ও নির্বাচনি সততা, জবাবদিহিতা এবং শক্তিশালী দুর্নীতিবিরোধী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ গণতান্ত্রিক রূপান্তর এবং নির্বাচনি রোডম্যাপ জরুরিভিত্তিতে প্রণয়নের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরা। গত বুধবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশটির সংসদের অধিবেশনে এই আহ্বান জানানো হয়।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট মো. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেন। সংসদে লিখিত বক্তব্য দেন এনএসডিব্লউ’র সদস্য এবিগেইল বয়েড। তিনি বলেন, এই হাউস উল্লেখ করে যে: (ক) ২৬ মার্চ ২০২৫ হচ্ছে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস, যা বাংলাদেশের একটি স্বাধীন, সার্বভৌম জাতি হিসেবে ৫৫ বছর পূর্তি এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার দিনটিকে স্মরণ করে। (খ) বাংলাদেশের স্বাধীনতা দিবস জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তি, ন্যায়বিচার, ঐক্য, সাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুষ্ঠু ভবিষ্যতের জন্য সংগ্রামে বাংলাদেশি জনগণের শক্তি এবং স্থিতিস্থাপকতা উদযাপন করে, (গ) ২৩ মার্চ বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য লাকেম্বা লাইব্রেরি হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।