ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

দেশ বদলাতে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে

দেশ বদলাতে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। একই নিয়মে সবসময় চলা যায় না। গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার।’ প্রচলিত ব্যবস্থায় বিশ্বে পরিবর্তন সম্ভব নয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে।

নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দারিদ্র দূর করতে অর্থ নয় কর্মক্ষেত্রের প্রয়োজন। ড. ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানান যে, তারা যেন নিজেদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হিসেবে গড়ে তোলেন, যাতে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।

তিনি বলেন, যদি আমরা সেবা দিতে চাই, তাহলে আমাদের তিনটি শূন্যের একটি নতুন সভ্যতার দিকে যেতে হবে। সেগুলো হলো- শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ। প্রফেসর ইউনূস বলেন, কার্বন নির্গমন, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকরণের পুরোনো অর্থনৈতিক মডেল প্রয়োগ করে বিশ্ব একটি আত্মধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে।

মানুষ অন্য কারও অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি। বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে উল্লেখ করে, তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথা মাথায় রাখতে বলেন। বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তাবিষয়ক মন্ত্রী (এমএসডিএইচএস) বরাওয়ুত সিলপা-আর্চা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে তাদের এ সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

উল্লেখ্য, বিমসটেকের সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে রওনা হন তিনি। সম্মেলনের প্রথম দিন গতকাল তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেন। আজ শুক্রবার সম্মেলনে বক্তব্য দেবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

সামুদ্রিক পরিবহনে সহযোগিতা চুক্তি করল বিমসটেক : বঙ্গোপসাগরে বাণিজ্য ও ভ্রমণ সম্প্রসারণের লক্ষ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করেছে বিমসটেক সদস্য দেশগুলো। গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে এই চুক্তি সই হয়। ঢাকার পক্ষে চুক্তিতে সই করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

বিমসটেক সচিবালয় বলেছে, পণ্যবাহী জাহাজ চলাচল ত্বরান্বিত করার পাশাপাশি বাণিজ্য ও ভ্রমণ বাড়ানোর মাধ্যমে বঙ্গোপসাগরে সামুদ্রিক পরিবহনকে বিস্তৃত করা এই চুক্তির উদ্দেশ্য। বর্তমানে বিমসটেকে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। বর্ণমালার ক্রমধারায় ঘুর্ণায়মান পদ্ধতিতে এখন বিমসটেক সভাপতির দায়িত্ব পালন করছে থাইল্যান্ড; আজ শুক্রবার ষষ্ঠ শীর্ষ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ।

বিমসটেকের সচিবালয়ও ঢাকায়। পরবর্তী সভাপতি হিসেবে সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি বাস্তবায়ন কাজের সূচনাও করতে হবে বাংলাদেশকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের অংশগ্রহণের নানাদিক তুলে ধরা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রী পর্যায়ের বৈঠকের বক্তব্যে সামষ্টিক শান্তি, অগ্রগতি ও প্রগতি নিশ্চিতের জন্য বিমসটেকের অভিন্ন অভিষ্টের প্রতি বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়ে ‘বাস্তবিক ও ফলদায়ক’ সহযোগিতার উপরও জোর দিয়েছেন।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় নেয়ার বিষয়টি বৈঠকে তোলেন তৌহিদ হোসেন এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে আজ শুক্রবার অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের প্রাথমিক এজেন্ডা এবং শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেন পররাষ্ট্রমন্ত্রীরা।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পরবর্তী ২১তম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বৈঠকে বৃহস্পতিবারের বৈঠকে সম্মত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা। মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের প্রতিবেদন অনুমোদনের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।

মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর ও ফলাফলমুখী ‘বিমসটেক’-এর ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টা : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে বাস্তব এবং ফলাফলমুখী সহযোগিতার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করা। গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের একদিন আগে বিমসটেকের সাত সদস্য দেশের সব পররাষ্ট্র মন্ত্রীরা মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রীরা আঞ্চলিক সংযোগ বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে একটি বিভক্ত বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বাংলাদেশে আশ্রয় নেয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের অধিকার ও নিরাপত্তার সঙ্গে তাদের নিজ দেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে একটি অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন।

বৈঠকে, বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া অস্থায়ী এজেন্ডা এবং শীর্ষ সম্মেলন ঘোষণার খসড়াও চূড়ান্ত করেন। যা আগামীকাল অনুষ্ঠেয় আসন্ন শীর্ষ সম্মেলনে বিবেচনা করা হবে।

বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় ২১তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনে সম্মত হয়েছেন। ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রতিবেদন গ্রহণের মাধ্যমে বৈঠকটি শেষ হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার ব্যাংককে সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত