ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

আগামী নির্বাচনের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে। তাই আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামী।

জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি গতকাল বুধবার দুপুরে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। গুলশানে মার্কিন দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের বাসায় এ বৈঠক হয়। এ সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তার (প্রধান উপদেষ্টা) কমিটমেন্টে তিনি ঠিক আছেন কি না, আমরা সেটা দেখতে চাই।

জামায়াতের আমির আরও বলেন, আমাদের ভিউ হচ্ছে, এটা (নির্বাচন) রমজানের আগেই শেষ করতে হবে। জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড়ঝাপটা ও প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা (নির্বাচন) অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে। সে জন্য আমরা চাইছি, ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন হয়ে যায়।

জামায়াতের আমির জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, সংস্কার প্রস্তাব, নির্বাচন, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, নারী অধিকার, শ্রমিক অধিকার ও সংখ্যালঘু বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি।

বাংলাদেশের পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র যে ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল (এখন তিন মাসের জন্য স্থগিত), সেটা পুনর্বিবেচনার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানান জামায়াতের আমির। তিনি সাংবাদিকদের বলেন, আমরা তাদের অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। আমরা আশা করি, তারা এটুকু সহযোগিতা আমাদের করবেন।

আওয়ামী লীগের বিচারের বিষয়েও কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, এখনও আহত ব্যক্তিরা হাসপাতালের বিছানায় রয়েছেন। শহিদদের মা, বোন ও স্ত্রীরা কান্নাকাটি করছেন। এ এবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। তবে আমরা ন্যায়বিচার চাই।

এদিকে অপার সম্ভাবনার হাতছানি কাঙ্ক্ষিত বাংলাদেশ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওই পোস্টে প্রিয় জন্মভূমিকে নিয়ে সুন্দর পরিকল্পনাগুলো শেয়ার করতে চেয়েছেন তিনি।

গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, অপার সম্ভাবনার বাংলাদেশ নিয়ে আলোচনা করতে ইউরোপিয়ান ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলসে গিয়েছিলাম। সেই গল্প আর প্রিয় জন্মভূমিকে নিয়ে সুন্দর পরিকল্পনাগুলো আপনাদের সঙ্গে শিগগিরই শেয়ার করব ইনশাআল্লাহ। এর আগে গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান জামায়াতের আমির শফিকুর রহমান। সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান। জানা যায়, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের এ সাক্ষাৎ হয়। এসময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত