ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আজ মহাসমাবেশ পলিটেকনিক শিক্ষার্থীদের

লাল কাপড়ে ঢাকা হলো পলিটেকনিকের মূল ফটক
আজ মহাসমাবেশ পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে এবার সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ? ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। গতকাল শনিবার দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

ঘোষণা অনুযায়ী- আজ রোববার দেশজুড়ে তারা এ কর্মসূচি পালন করবেন। তবে এ কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

শিক্ষার্থীরা বলেন, রোববার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মহাসমাবেশ করা হবে। মহাসমাবেশের লক্ষ্য ছয় দফা দাবির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। মহাসমাবেশ চলাকালে যে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, কর্তৃপক্ষকে বলব- আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লার ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।

কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, এ সরকার আমাদের সরকার, শিক্ষার্থীদের সরকার, বিপ্লবীদের সরকার। এ সরকারকে পূর্ণ সহযোগিতা করতে আমরা প্রস্তুত। কারিগরি শিক্ষা সেক্টরে যে বৈষম্য আছে, আমরা চাই সরকার তা দূর করুক।

এদিকে পূর্ব ঘোষিত ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে দিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা। এ সময় আজ রোববার থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ সময় দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কুমিল্লায় হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন, ৬ দফা দাবি যৌক্তিক হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছেন না। আশ্বাস পরিবর্তে দাবির বাস্তবায়ন চান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে এদিন বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে মানববন্ধনে অংশ নেন আন্দোলনকারীরা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা বলেন, রক্তে আগুন লেগেছে, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ; দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার; কুমিল্লায় হামলা কেন, জবাব চাই, জবাব চাই; কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই; নাটকীয় মিটিংয়ের কারণ কি? কারণ কি; এসি রুমের বৈঠক আর নয় আর নয়; পলিটেকনিক এক হও, এক হও; দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত