আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা গতকাল শনিবার দুপুরে রাজধানীর উত্তরাঞ্চলের তিনটি থানা (বিমানবন্দর, উত্তরা পশ্চিম ও তুরাগ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথাগুলো জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি ঘটছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও উন্নত হবে। ১৮ কোটি মানুষের দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যেকোনো কাজ করতে গেলে কিন্তু সময় প্রয়োজন, একইভাবে আমাদের সময় দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।’
উপদেষ্টা এ সময় আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধস্তন ফোর্সের থাকাণ্ডখাওয়ার ব্যবস্থা পর্যবেক্ষণ করা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পরিদর্শনকালে আমি দেখেছি, তাদের থাকার ব্যবস্থা খুবই খারাপ। কীভাবে এটিকে উন্নত করা যায়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন। সে জন্য বিভিন্ন থানা সরজমিনে পরিদর্শন করে দেখছি। পুলিশের অধস্তন ফোর্সের থাকাণ্ডখাওয়ার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তর করা হবে। সে জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের চেষ্টা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে ৯টি থানা নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য থানাও নিজস্ব জায়গা ও ভবনে স্থানান্তর করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিথ্যা মামলায় যাতে কাউকে হয়রানি না করা হয়, সে জন্য পুলিশকে অনেক আগে থেকেই নির্দেশনা দেয়া হয়েছে। উপদেষ্টা এ সময় গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখা ও সঠিক তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট ওসিদের নির্দেশ দেন। পরে উপদেষ্টা পল্লবী থানা আকস্মিক পরিদর্শন করেন।