ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আমরা আর কত অপেক্ষা করব, প্রশ্ন গুম হওয়া বাবার সন্তানের

আমরা আর কত অপেক্ষা করব, প্রশ্ন গুম হওয়া বাবার সন্তানের

হাইকোর্টসংলগ্ন মাজার গেটের সামনে গতকাল রোববার জড়ো হয়ে আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’। এ সময় অনেককে কাঁদতে দেখা যায়।

গতকাল রোববার হাইকোর্টসংলগ্ন মাজার গেটের সামনে জড়ো হয়ে আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন গুম হওয়া বাবার সন্তান নাবিলা নূর। বলেন, ১৪ বছর হয়ে গেছে আমার বাবার কোনো সন্ধান পাইনি। ৫ আগস্টের পর আমরা আশায় ছিলাম, হয়তো সন্ধান পাব। কিন্তু এত দিন পার হলেও বাবার কোনো হদিস আমরা পাইনি। আমরা আর কত অপেক্ষা করব, আমাদের আর কত অপেক্ষা করতে হবে। গুমের শিকার হওয়া চালক কাওসারের মেয়ে লামিয়া মীম বলেন, ‘১২ বছর হয়ে গেছে আমি আমার বাবাকে চোখের দেখাও দেখতে পারিনি। আমার কি অধিকার নেই, আমার বাবাকে দেখার। আমার বাবাকে যারা গুম করেছেন, তারা এখনও স্বাধীন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কেন কোনো বিচার হচ্ছে না।’ এসময় গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের শতাধিক স্বজন মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, শেখ হাসিনা পতনের আট মাস পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত খুনিদের বিচার করা হয়নি। যারা গুম-খুনের মাস্টারমাইন্ড, তারা ৫ আগস্টের পর পালিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তারা। স্বজনরা প্রশ্ন রাখেন, এখনও গুমের শিকার পরিবারগুলোকে এভাবে বিচারের দাবিতে বিক্ষোভ করতে হবে কেন?

এসময় উপস্থিত ছিলেন মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি, গুম থেকে ফিরে আসা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান খোকনসহ অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত