ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জনশক্তি ও জ্বালানিতে গুরুত্ব দেবে বাংলাদেশ

জনশক্তি ও জ্বালানিতে গুরুত্ব দেবে বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর বহির্বিশ্বে দেশের ইতিবাচক ভাবমূর্তি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে চলেছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা সামিট-২০২৫’-এ যোগদানের উদ্দেশ্যে গতকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার চার দিনের সরকারি সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, ভিসা ইস্যু এবং জনশক্তি রপ্তানি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বাংলাদেশ ও কাতারের মধ্যকার ক্রীড়াঙ্গনের সম্পর্ক উন্নয়নে নজর রাখা হবে। এজন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ রয়েছেন।

জানা গেছে, কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলন আজ মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হবে। এবারের আর্থনা সম্মেলনের প্রতিপাদ্য ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নীতি গবেষণাপ্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার এই সম্মেলনের আয়োজক। দ্বিতীয়বারের মতো আয়োজিত আর্থনা সম্মেলনে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে। সম্মেলনে আলোচনার একটি প্রক্রিয়া হিসেবে কাজ করবে, যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায়গুলো উঠে আসবে। আর্থনা সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দিবেন নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সব ঠিক থাকলে সম্মেলনের পরে ২৩ বা ২৪ এপ্রিল বাংলাদেশ ও কাতারের শীর্ষ দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) নিরবচ্ছিন্ন আমদানি, নতুন কর্মীর কর্মসংস্থান ও বাংলাদেশে আশ্রয় নেয়া কিছু রোহিঙ্গাকে কাতারে পুনর্বাসনের অনুরোধ জানাতে পারে বাংলাদেশ।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অন্যতম উৎস কাতার। এখন যে এলএনজি বাংলাদেশের কাছে বিক্রি করে, সেগুলো জাহাজে করে বন্দরে বহির্নোঙরে এনে সরবরাহ করা হয়। ২০২৪ সালের জানুয়ারিতে কাতার থেকে বছরে ১৫ লাখ মেট্রিক টন এলএনজি আমদানি করতে পেট্রোবাংলা ও কাতার গ্যাসের চুক্তি সই হয়। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন চুক্তি কার্যকর হবে। এছাড়াও বাংলাদেশে এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফর সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়বিদ। তারা হলেন- ফুটবলার আফঈদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চার নারী ক্রীড়াবিদ। তারা বলেন, ‘আমরা এ সফরের আমন্ত্রণ পেয়ে ভীষণ আনন্দিত এবং আমাদের টিমমেটরাও আমাদের এ আমন্ত্রণে উচ্ছ্বসিত।’ নারী ফুটবলাররা জানান, ‘দক্ষিণ এশিয়ার বাইরে এশিয়ার অন্য দলের সঙ্গে ম্যাচ খেলার খুব একটা সুযোগ আমাদের হয় না। আমরা কাতার নারী টিমকে আমাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চাই। এ সফরে আমরা তাদের স্পোর্টস ফ্যাসিলিটিসগুলো ঘুরে দেখতে চাই। তাদের প্রফেশনাল চিন্তা-ভাবনাগুলো জানতে চাই।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাতার সফর প্রসঙ্গে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার কাতার সফরে শ্রমবাজার ও ভিসা ইস্যু নিয়ে আলোচনা হবে।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, কাতার থেকে এলএনজি সরবরাহে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত নির্ধারিত, সেই সময়সীমা এগিয়ে নেয়ার অনুরোধ জানানো হতে পারে। একইসঙ্গে কাতারে পর্যটনসহ নানা খাতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু, ব্যবসা, বিনিয়োগ এবং প্রতিরক্ষা খাতে সহায়তার বিষয়ে আলোচনার সম্ভবনা আছে।

খসড়া সূচি অনুযায়ী, আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন। পরে কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশন্সের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাওয়াফ আবদুল্লা আল হামোদি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। একইদিন কাতারের আমিরের মাতা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন মোজা বিনতে নাসেরের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠকের কথা রয়েছে। পরে প্রধান উপদেষ্টা কাতার ফাউন্ডেশন পরিদর্শন করবেন। একইদিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের কথা রয়েছে অধ্যাপক ইউনূসের। পরে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবিরের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া, প্রধান উপদেষ্টার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রধান অফিস পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি একটি সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে। সফরের তৃতীয় দিন বুধবার রোহিঙ্গা সংকট নিয়ে এক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের। একইদিন কাতারের শিক্ষামন্ত্রীর অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান, ভিসা ইস্যু ও রোহিঙ্গা সমস্যা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশের জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ একটি বাজার কাতার। প্রায় চার লাখের মতো বাংলাদেশি এখন কাতারে কাজ করছেন। জনশক্তি রপ্তানি আরও বাড়ানোর বিষয়ে দেশটির আমিরের কাছে অনুরোধ করবে বাংলাদেশ। বাংলাদেশে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গাকে কাতারে পুর্নবাসনের অনুরোধ জানানো হতে পারে। সেটি যদি তারা নাও করে আমরা চাইব, কাতার রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আমাদের সহযোগিতা করুক। এছাড়া, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে পাশে থাকুক। সব আনুষ্ঠানিকতা শেষে ২৪ এপ্রিল দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও দেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলবিজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকার প্রধানের দায়িত্ব নিয়ে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশন, নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলন, ডিসেম্বরে মিসরে ডি-৮ সম্মেলন এবং চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা। মার্চে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে চীন এবং সর্বশেষ এপ্রিলে থাইল্যান্ড সফর করেন ড. ইউনূস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত