ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

এবার করোনা টিকা নিলেন কমলা হ্যারিস

এবার করোনা টিকা নিলেন কমলা হ্যারিস

করোনা সংক্রমণ রোধে টিকা নিয়েছেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেনের পর মর্ডানা ভ্যাকসিনের ডোজ নিয়েছেন তিনি। স্থানীয় সময়

গত মঙ্গলবার ইউনাইটেড মেডিকেল সেন্টারে কমলা হ্যারিসকে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর এক টুইট বার্তায় কমলা হ্যারিস জানান, আজ আমি ভ্যাকসিন গ্রহণ করেছি, আমি ফ্রন্টলাইন ওয়ার্কার, বিজ্ঞানী ও গবেষকদের কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, সার্মথ্য হলে ভ্যাকসিনটি নিয়ে নিন, এটি ব্যথামুক্ত। এদিকে কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও এদিন টিকার প্রথম ডোজ নিয়েছেন। কমলা হ্যারিসের টিকা দেওয়ার বিষয়টি টিভিতেও সরাসরি প্রচার করা হয়। এর সপ্তাহখানেক আগে টিকা দেওয়া হয় বাইডেনকে। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত