ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অতিরিক্ত পুলিশ মোতায়েন

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে শহরের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপে উভয়গ্রুপের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কমপক্ষে ৪১ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকালে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে শহরের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে জেলার সবক’টি উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা সকাল থেকেই বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনযোগে এ সমাবেশে অংশগ্রহণ করে। দুপুরের দিকে একটি মিছিল ওই সমাবেশে যাওয়ার পথে বিএ কলেজ রোডে আওয়ামী লীগ বাধা সৃষ্টি করে। এ নিয়ে উভয়গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে এ সংঘর্ষ শহরের বড়পুল, কাটাখালী ব্রিজ, নগদীপুল, রেলগেট ও নিউ ঢাকা রোডসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সংঘর্ষকারীরা ককটেল বিস্ফোরণ ও রাস্তায় অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ সংঘর্ষে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ বিপুল পরিমাণ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও শহরের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে। এদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি সমাবেশের নামে পূর্বপরিকল্পিতভাবে এ সংঘর্ষ ও হামলা করে। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, আয়োজিত সমাবেশে একটি মিছিল অংশগ্রহণকালে আওয়ামী লীগ বাধা সৃষ্টি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সংঘর্ষ এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দাঙ্গা পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত