ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘মোচা’ ঝুঁকিতে পটুয়াখালীর ৩০ হাজার মানুষ

‘মোচা’ ঝুঁকিতে পটুয়াখালীর ৩০ হাজার মানুষ

ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, বুলবুল ও সিত্রাংয়ের আঘাতের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফল উপজেলার বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপসহ ১৮ চরাঞ্চলের মানুষ। বিগত ঘূর্ণিঝড়গুলোতে নদীবেষ্টিত এসব চরাঞ্চলের প্রাণহানিসহ জনমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে, আগামী ১৪ মে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোচা। এমন পূর্বাভাসে কপালে চিন্তার ভাজ পড়েছে এসব এলাকার মানুষের। এসব চরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ না থাকায় মারাত্মক ঝুঁকিতে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ।

সাবেক ইউপি সদস্য মো. নাগর আলী হাওলাদার বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। আর চরব্যারেট চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত