ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নরসিংদীর লটকন এখন দেশের বাইরে

নরসিংদীর লটকন এখন দেশের বাইরে

নরসিংদীর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একসময়ের অপ্রচলিত ফল লটকন। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশের মাটিতে অর্থনৈতিক ভূমিকা রেখে যাচ্ছে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর চাষাবাদ। কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে ২৫ হাজার ৮০০ মেট্রিক টন লকটনের ফলন পাওয়া যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ। আর উৎপাদিত এ লটকন বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮০ কোটি টাকা।

জানা যায়, প্রায় ৩০ বছর আগে প্রথম বেলাবো উপজেলার লাখপুর গ্রামে অপ্রচলিত ফল লটকনের আবাদ শুরু হয়। এরপর থেকে বেলাব ও শিবপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের লালমাটির এলাকায় লটকন চাষের প্রসার শুরু হয়। দিন দিন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ফলে খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ লটকনের চাহিদা বাজারে বাড়তে থাকে। এতে ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় প্রতি বছরই লটকনের চাষাবাদ বাড়ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত