ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মতলবে ভুট্টার দাম পাচ্ছেন না চাষিরা

মতলবে ভুট্টার দাম পাচ্ছেন না চাষিরা

চলতি মৌসুমে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ভুট্টা আবাদ হয়েছে। সেইসঙ্গে বাম্পার ফলন হওয়ায় কমেছে দাম। গত বছর এ সময় শুকনা ভুট্টা ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা মণ দরে বিক্রি হলেও এবার দাম কমেছে ৩০০ থেকে ৪০০ টাকা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লাভজনক হওয়ায় কয়েক বছর ধরে ধান-আলু আবাদ বন্ধ রেখে ভুট্টাচাষে ঝুঁকছেন চাষিরা। নাউরী গ্রামের কৃষক আফজাল হোসেন প্রায় ৮০ শতাংশ জমির মধ্যে ৫০ শতাংশ থেকে ভুট্টা তুলে ৮৫০ টাকা মণ দরে বিক্রি করেছেন। সরকারিভাবে ভুট্টার দাম নির্ধারণ হয় না। তাই ভুট্টার ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে কৃষক বঞ্চিত হচ্ছেন বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত