গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের মানিকহার গ্রামে বিভিন্ন আগাছায় ভরপুর ছিল যে অনাবাদি জমি, সেখানে কৃষকরা তরমুজ চাষ করে লাভবান হচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, মানকিহার গ্রামে ১৯ হেক্টর অনাবাদি জমিতে এ বছর তরমুজ চাষ করা হয়। প্রতি হেক্টরে ৩৮ টন তরমুজ ফলেছে। মোট ৭২২ টন তরমুজ উৎপাদন হয়েছে। যার বাজার মূল্য ২ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। গোপালগঞ্জের তরমুজের আড়তদার জয়দেব পাল বলেন, বাজারে তরমুজের শেষ সময় পার হচ্ছে তাই সরবরাহ কম বিধায় দাম বেশ চড়া। গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, এ বছর অনাবাদি জমিতে চাষাবাদ বাড়াতে রবি মৌসুমের শুরুতে কৃষকদের তরমুজ চাষে উদ্বুদ্ধ করি। কৃষক আহ্বানে সাড়া দিয়েছেন।