কিশোরগঞ্জের কটিয়াদীতে বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে ৭ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। গত বুধবার থেকে শুরু হয়ে মেলা চলবে ১৭ মে পর্যন্ত।
স্থানীয়রা জানান, সত্যজিৎ রায়ের পূর্ব পুরুষ জমিদার হরি কিশোর রায় চৌধুরী কাল ভৈরবী পূজা উপলক্ষ্যে এ মেলার প্রচলন করেন। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বুধবার এ মেলা শুরু হয়।
বাড়ির সামনের খোলা মাঠ, পুকুর ঘাট সংলগ্ন কয়েকশত দোকানে মাটির পুতুল, হাড়ি-পাতিল, খেলনা, তৈজসপত্র, কসমেটিক, কাঠের জিনিস, মিষ্টি ও নানা ধরনের খাদ্য নিয়ে বসে ভ্রাম্যমাণ দোকানিরা। এছাড়াও শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকে নাগরদোলা ও চরকি। প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ মেলায় আসেন।
মেলার আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান জানান, মেলা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটি সংস্কারের উদ্যোগ নিয়েছে।