কোটচাঁদপুরে আম সংগ্রহ শুরু
প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরের বাগানিরা দিনপঞ্জি অনুযায়ী আম সংগ্রহ শুরু করেন। চলতি বছর ১২ হাজার ৬০০ মেট্রিক টন আম উৎপাদন হতে পারে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান। সরেজমিনে দেখা গেছে, গেল কয়েকদিন আড়তদাররা ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিছন্নতায় ব্যস্ত সময় পার করছেন। আড়তগুলোতে আটি, শরিফা, গোবিন্দভোগ, গোপাল ভোগ আর বোম্বাই আম আসতে শুরু করেছে। সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্রে জানা যায়, দেশের তিনটি বৃহত্তর আম বাজার। যার মধ্যে রয়েছে সাতক্ষীরা, রাজশাহী ও কোটচাঁদপুর। এরইমধ্যে ওই দুইটি বাজারে উঠতে শুরু করেছে আম। চলতি বছর কোটচাঁদপুরে ৭০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উপজেলায় রয়েছে ১৭০০ আম বাগান। তারা জানান, ১৮ মে থেকে সংগ্রহ করা হবে হিমসাগর, ২৮ মে ল্যাংড়া আর হাড়িভাঙ্গা, ৫ জুন আম রুপালি, ১০ জুন কাটিমন, বানানা আর মল্লিকা, ২০ জুন ফজলি, ২৫ জুন থেকে বিশ্বনাথ, আশ্বিনে ও বারি ৪ আম। কোটচাঁদপুর আম বাজারের সভাপতি সঞ্চয় সাহা বলেন, দেশে তিনটি বড় আম বাজার রয়েছে। যার মধ্যে দ্বিতীয় বড় আম বাজার কোটচাঁদপুরে অবস্থিত। এবছর ১০ এপ্রিল থেকে আম সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা বাগান পরিদর্শন করছেন। চাষি ও আড়তদারদের সঙ্গে সভাও হয়েছে। কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান বলেন, আমরা বাগান পরিদর্শন করেছি। আম সংগ্রহের দিনপঞ্জি বানিয়ে আড়তদারদের দেওয়া হয়েছে।