সাতক্ষীরায় লোকসানে আম চাষিরা

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আম নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তারা দ্রুত আম পেড়ে বাজারে তুলছেন। এতে বাজারে পর্যাপ্ত আমের সরবরাহ থাকলেও নেই ক্রেতা। বাধ্য হয়ে লোকসানে আম বিক্রি করছেন বিক্রোতারা। আমের কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে হতাশা প্রকাশ করেছেন তারা। ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে পারে এই শঙ্কায় দ্রুত আম পেড়ে বাজারে তুলছেন চাষিরা।

সাতক্ষীরা বড় বাজারের কামরুল ইসলামসহ কয়েকজন বলেন, বাজারে আমের সরবরাহ অনেক বেড়ে গেছে। এছাড়া ঘূর্ণিঝড় মোখার কারণে আম নষ্ট হওয়ার শঙ্কা থাকায় আম পাড়ছেন চাষিরা। গত বছরের তুলনায় এ বছর এখনো পর্যাপ্ত ক্রেতা আসেনি। বাজারের সব আড়ত আমে সয়লাব হয়ে গেছে। কোনো আড়তে তিল ধারণের ঠাঁই নেই। প্রতিদিন হাজার হাজার মণ আম উঠছে সুলতানপুর বড়বাজারের আড়তে। যে কারণে ভালো দাম পাচ্ছেন না চাষি বা ব্যবসায়ীরা।

তাছাড়া ঘূর্ণিঝড় মোখার কারণে বাইরের ক্রেতারা সাতক্ষীরায় তেমন আসছে না। সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের ক্ষুদ্র আম ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, গত কয়েক বছরের মধ্যে চলতি মৌসুমে আম বাগানগুলোতে সবচেয়ে বেশি ফলন হয়েছে। মৌসুমের শুরুতে বড় বাজারে আম বিক্রি করতে এসেছি। তবে দাম শুনে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়েছে।

গত মৌসুমে গোবিন্দভোগ ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকা মণ বিক্রি করেছিলাম। তবে এ বছর আম ভেদে গোবিন্দভোগ আমের দাম বলছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা।