ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরগুনার বেতাগী বেড়িবাঁধ সড়ক বেহাল

বরগুনার বেতাগী বেড়িবাঁধ সড়ক বেহাল

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে বিষখালী নদীর দুটি স্থানে বেড়িবাঁধের সড়ক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় ব্যক্তিরা বলেছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদীতে পানি বৃদ্ধি পেলে বেড়িবাঁধের দুর্বল ও ক্ষতিগ্রস্ত অংশ দুটি দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করবে। বেতাগী উপজেলায় বেড়িবাঁধের দুটি স্থানে ১৯০ মিটার অংশ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের ৬২ নম্বর কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বেড়িবাঁধ সড়ক এবং বেতাগী পৌর শহরের লঞ্চঘাট এলাকার হাসপাতালমুখী শহর রক্ষা বেড়িবাঁধ সড়কের বেহাল দশা।

কালিকাবাড়ী গ্রামের বাসিন্দা বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ভাঙন অব্যাহত থাকলে কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে একসময় হারিয়ে যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত