ঠাকুরগাঁয়ে কেমিস্টি কার্নিভাল অনুষ্ঠিত

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে কেমিস্টি কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে আমেরিকান কেমিক্যাল সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের উদ্যোগে সরকারি কলেজের এক্সামিনেশন হলরুম কাম একাডেমিক ভবনে রসায়ন জনপ্রিয়করণ কর্মসূচি কেমিস্টি কার্নিভাল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেয় জেলার বিভিন্ন স্কুল-কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে ফলিত রসায়ন কেমিকৌশল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল জলিল, উপাধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার, ফলিত রসায়ন কেমিকৌশল বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. সাহারুজ্জামান, ঠাকুরগাঁও সরকারি কলেজের রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. এ মতিন।