বাহুবলেও চাষ হচ্ছে চীনাবাদাম

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে প্রথম চাষ হয়েছে চীনাবাদাম। বাহুবল উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপসহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীম চেষ্টা করছেন কৃষকদের দিয়ে চীনাবাদাম চাষ করাতে। তিনি কৃষকদের পরামর্শ দিচ্ছেন। বাহুবলে চীনাবাদাম চাষ একেবারে নতুন। তাই প্রথমে অনেক কৃষক চাষে আগ্রহী না হলেও বাহুবলের ভৈরভীকোনা গ্রামের বাসিন্দা মো. আরফান আলী প্রায় ৩০ শতক জমিতে চীনাবাদামের বীজ বোনেন। প্রায় ৪ মাস লেগেছে চীনাবাদাম উৎপাদনে। ভালো ফলন দেখে অন্যরাও চীনাবাদাম চাষে আগ্রহী হয়েছেন। কৃষক আরফান আলী বলেন, চীনাবাদাম চাষে খরচ নেই বললেই চলে। তবে নিজেদের গোবর থাকলে জমিতে প্রয়োগ করে বাদামের বাম্পার ফলন পাওয়া সম্ভব। পানি দিতে হয়েছে। তেমন কোনো বিষ প্রয়োগ ছাড়াই চীনাবাদাম চাষ করতে পেরে আমি আনন্দিত। সহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীম বলেন, কৃষক মো. আরফান আলী প্রমাণ করলেন চেষ্টা করলে সফল হওয়া সম্ভব।