ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এক মাস বন্ধ থাকবে কুন্ডেরবাজারের সেতু

এক মাস বন্ধ থাকবে কুন্ডেরবাজারের সেতু

বিকল্প যাতায়াত ব্যবস্থা না রেখেই মুুন্সীগঞ্জের সিরাজদীখান-টঙ্গিবাড়ী দুই উপজেলার কুন্ডেরবাজারের ডহরী খালে বেইলি সেতুর মধ্যভাগ ভেঙে সংস্কারের উদ্যোগ নিয়েছে মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। দীর্ঘ এক মাস বন্ধ থাকবে যানবাহনসহ পায়ে চলাচলের পথও। এতে দুর্ভোগের সংকায় পড়েছেন মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ী, সিরাজদীখান ও শ্রীনগর উপজেলা অন্তত অর্ধলক্ষ মানুষ। মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, কুন্ডেরবাজার বেইলি সেতুটি জরুরিভিত্তিতে মেরামত করা হবে। কাজটি দ্রুত সময়ের মধ্যে নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে ১৬ মে থেকে ১৬ জুন পর্যন্ত আগামী এক মাস সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে ফতুল্লা-মন্সীগঞ্জ- লৌহজং-মাওয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১টার দিকে জেলার সিরাজদীখান-টঙ্গীবাড়ী দুই উপজেলার ডহরী খালের উপর নির্মিত বেইলি সেতুটির ওপর দিয়ে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ মাঝারি ধরনের যানবাহন চলাচল করতে না পারায় সেতুর নিচে ট্রলার দিয়ে পাড় হতে দেখা গেছে শতশত মানুষের। ট্রলার দিয়ে মোটরসাইকেল পার হতে নেয়া হচ্ছে ২৫ টাকা আর মানুষ পার করতে নিচ্ছে ৫ টাকা এসব টাকা নিচ্ছে ট্রলার চালকরা। এসড়ক দিয়ে আসা মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের সম্মান তৃতীয়বর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, আমাদের এখন তৃতীয়বর্ষের পরীক্ষা চলছে। তাই আমাদের এই সড়ক ব্যবহার করে চলতে হয়। সকালে আমি মুন্সীগঞ্জে যাওয়ার পথে অটোরিকশা চালকের কাছ থেকে শুনি এ রাস্তার ওপর সেতুটির মেরামতের কাজ শুরু হয়েছে। সেজন্য একমাস এ সেতুটি দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে আমরা সিরাজদীখান থেকে যারা মুন্সীগঞ্জে পরীক্ষা দিয়ে থাকি, তাদের জন্য অনেক দুর্ভোগ হবে। এ সেতু দিয়ে না যেতে পারলে বালুচর হয়ে ঘুরে যেতে হবে। তাই আমাদের জন্য বিকল্প রাস্তা নির্মাণ করে বাঁ পায়ে হেঁটে সেতু পার হওয়ার দাবি জানাচ্ছি। হেঁটে সেতু পার হতে পারলে ওইপার গিয়ে গাড়িতে উঠতে পারব। কর্তৃপক্ষ এ ব্যবস্থা করে দিলে আমাদের জন্য ভালো হয়। এখন আমাদের ঝুঁকি নিয়ে সেতু নিচ দিয়ে ট্রলার দিয়ে নদী পাড় হতে হচ্ছে। পথচারী সবুজ বলেন, আমি দীর্ঘদিন ধরেই মুক্তারপুরে একটি দোকানে চাকরি করে থাকি। প্রতিদিন সকালে সিরাজদিখান থেকে অটো গাড়ি ধরে মুক্তারপুরে পৌঁছায়। অটোরিকশা চালকের কাছ থেকে শুনেছি, আগামী ১ মাস এই ব্রিজের কাজ ধরার কারণে বন্ধ থাকবে। এতে করে আমাদের এই ব্রিজ দিয়ে চলাচল করতে পারব না। তবে আমরা চাই হেঁটে হলেও ব্রিজটি পার হতে পারি, সেই ব্যবস্থা করে দেয়ার দাবি জানাচ্ছি। অটোরিকশা চালক আলমগীর হোসেন বলেন, আমরা শুনেছি এই সেতু নাকি মেরামতের জন্য আগামী একমাস ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। আমরা চাই অটোরিকশাগুলো যেন সেতু পর্যন্ত আসতে পারে, সে ব্যবস্থা করে দিলে ভালো হবে। কারণ ব্রিজটিতে যদি হেঁটে পার হয়ে ওইপাশে গিয়ে অটোরিকশায় উঠতে পারি, তবে সমস্য হবে না। তা নাহলে যাত্রীদের অনেক দুর্ভোগ হবে। কয়েকজন সিএনজিচালক জানান, শুনেছি কুন্ডরবাজার সেতু আগামী ১ মাস বন্ধ থাকবে। সে জন্য প্রায়ই ১৫ কিলোমিটার ঘুরে যেতে হবে। এ ছাড়া আমাদের আর কোনো যাওয়ার পথ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত