ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

কবুতরের খামারে সফল বরকত

কবুতরের খামারে সফল বরকত

শখের বসে কবুতর পালন শুরু করেন পাবনা সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বরকত আলম। আর এ শখই এখন রুপ নিয়েছে বাণিজ্যিক খামারে। বর্তমানে যা থেকে মাসে প্রায় অর্ধলক্ষ টাকা উপার্জন করছেন তিনি। খামারির সঙ্গে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকেই কবুতর পালনের শখ ছিল উপজেলার করমজা গ্রামের বরকত আলমের; কিন্তু রাজনৈতিক ব্যস্ততার কারণে সময় হয়ে উঠে না তার। তিনি সাঁথিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। ৫ বছর আগে তার ইচ্ছে আরও দৃঢ় হয়ে উঠে। তাই তিনি নিজ বাড়ির আঙিনাতে একটি আধা-পাকা ঘর তৈরি করে লোহার খাচায় বিভিন্ন প্রজাতির কবুতরের খামার তৈরি করেন। শুরুতেই মাত্র আট জোড়া কবুতর দিয়ে শুরু করেন। এদের মধ্যে ছিল জারমানশিল, হেলমেট, এমেরিকান করমোনা, নান, মাফেট হেলমেট, শেখ শারলি প্রজাতির কবুতর। বর্তমানে তার খামারে ১০৩ প্রজাতির কবুতর রয়েছে। কবুতরগুলোর মধ্যে রয়েছে- এমেরিমান মডেনা, এজিভীসন, ড্রাগন, মারট্রেক, মনডিয়ান, ট্রেচার, বিউটি জার্মান, ড্রেনিস পাকিস্থান, ইরানি টরি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত