কুষ্টিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে কার্যক্রম স্থবির

প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এ.এইচ.এম. আরিফ, কুষ্টিয়া

প্রায় ৪ মাস ধরে সাব-রেজিস্ট্রারের পদ শূন্য থাকায় কুষ্টিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে জমি ক্রেতা-বিক্রেতা ও সেবাপ্রার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কুষ্টিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ রায় প্রায় ৪ মাস আগে বদলি হয়েছেন। এর ৩ মাস পর নতুন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন আমেনা খাতুন। তিনি একদিন অফিস করে এখন পর্যন্ত ছুটিতে রয়েছেন। ফলে উপজেলা সাব-রেস্ট্রিারের কার্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কার্যক্রম স্থবির অবস্থায় প্রতিদিন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। মাঝেমধ্যে দুই-একদিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে অন্য উপজেলার সাব-রেজিস্ট্রার দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধান না হওয়ায় কার্যালয়ের অবস্থা নাজুক বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার সৈয়দা রওশন আরা। এছাড়াও কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় নিয়ে অভিযোগের শেষ নেই। ঘুষ, অনিয়মণ্ডদুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে সরকারি এই কার্যালয়টি। সাব-রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ মাস আগে কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ রায় দিনাজপুরে বদলি হন। এরপর থেকে সাব-রেজিস্ট্রার শূন্য কার্যালয়ের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। মাঝেমধ্যে দুই-একদিন অন্য উপজেলা থেকে সাব- রেজিস্ট্রার এসে কাজ করেন। গত ১ মাস আগে ঝিনাইদহ সদর থেকে বদলি করে সাব-রেজিস্ট্রার আমিনা বেগমকে কুষ্টিয়া সদর অফিসে দায়িত্ব দেয়া হয়। এরপর অফিসের প্রথম দিনেই দলিল লেখকদের সঙ্গে নতুন সাব-রেজিস্ট্রারের ঝামেলা হয়। এরপর থেকে আমিনা বেগম অসুস্থতার কথা বলে ছুটিতে আছেন। এতে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা। প্রতিদিন গড়ে ৫০টি দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। এতদিন ধরে দলিল রেজিস্ট্রি বন্ধ থাকায় দলিল করতে আসা দাতা ও গ্রহীতারা যেমন বিপাকে পড়েছেন, তেমনি সরকারও রাজস্ব বঞ্চিত হচ্ছে। জমি কেনাবেচা ও জরুরি কাজে দলিল উত্তোলন করতে এসে সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন।