ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

হাইওয়ে পুলিশের উদ্যোগে চালক-হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

হাইওয়ে পুলিশের উদ্যোগে চালক-হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীদের সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা রক্ষায় পরিবহন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে চালক-হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চিরিংগা শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে চকরিয়ার চিরিংগা হাইওয়ে থানার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপপরিদর্শক (নি:) খোকন কান্তি রুদ্র।

এতে বক্তব্য দেন- আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি, জহির আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আজাদ, পেকুয়া-মগনামা শ্রমিক রোড কমিটির সম্পাদক মোহাম্মদ আবু মুছা, সদস্য মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত