বাস-ট্রাক সংঘর্ষ
প্রাণে বাঁচল অর্ধশত যাত্রী
প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা এসআর ট্রাভেল নামের একটি যাত্রী বাসের ধাক্কায় সবজি বোঝাই ট্রাক উল্টে গেছে। এসময় অপর বাসটির প্রায় অর্ধশত যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। গত শুক্রবার বিকেল ৫টায় উপজেলার রাইগ্রাম নামক স্থানে ঢাকা রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওইসময় এসআর ট্রাভেল নামের পরিবহনটি যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এরমধ্যে রাইগ্রাম নামক স্থানে পৌঁছালে অপর একটি সবজি বোঝাই ট্রাক অভারটেক করার চেষ্টা করে। এসময় বাসের ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। আর বাসটি নিয়ন্ত্রণ করতে পাকা সড়ক থেকে কাঁচা রাস্তার মধ্যে আটকে পড়ে। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল। এতে প্রায় ৫০ যাত্রী অল্পে জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এ ব্যাপারে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।