বগুড়ায় বোরো মৌসুমের উৎপাদিত ফসলের বাম্পার ফলনে বেশ খুশি এ জেলার কৃষক। ধান কাটা-মাড়াই শেষে উৎসবমুখর পরিবেশে গোলায় ধান ভরছেন কৃষক। উৎপাদিত ফসলের বাম্পার ফলন ও দাম আশানুরূপ হওয়ায় বেশ সন্তুষ্ট জেলার কৃষক। কৃষকদের অনেকেই হাটবাজারে বিক্রির পাশাপাশি বাড়ি থেকেও বিক্রি করছেন তাদের উৎপাদিত ফসল। বোরোর বাম্পার ফলনে ও ভালো দামে সন্তুষ্ট এ জেলার কৃষক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ার ১২টি উপজেলায় চলতি বোরো মৌসুমে ১ লাখ ৮৭ হাজার ১৯৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান লাগানো হয়। কৃষক তাদের সিংহভাগ জমিতে আবাদ করেছেন কাজল লতা, কাটারিভোগ, ব্রি-২৮, ব্রি-৮১, ব্রি -৯০, ব্রি-৯১, ব্রি-১০০ ধান, জীরাশাইল জাতের ধান। যার প্রতিবিঘা ফলন হয়েছে প্রায় ২৩ থেকে ২৪ মণ। বর্তমানে বাজারে এ জাতের ধান বিক্রি হচ্ছে প্রতিমণ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত।
জেলার কৃষকরা বলছেন, ধানের এ বাড়তি দামে খুশি তারা। নন্দীগ্রাম ও কাহালু উপজেলার জসিমুর রহমান, সাদিক হোসেন, সোনা মিয়া নামে একাধিক কৃষক জানান, এখন বাজারে কাঁচা ধানই প্রতিমণ ৯৫০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শুকনো ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ জাহার ৪০০ টাকা পর্যন্ত। ধানের এমন দাম তাদের মতো কৃষকদের ব্যাপক আশাবাদী করে তুলেছে।