পটুয়াখালীর কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিতে এলজিইডির অর্থায়নে পাখীমারা খালে নির্মিত হয়েছে নান্দনিক ভাসমান ড্রাম সেতু। পাখীমারা খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ২ বছর আগে খালে ভেঙে পড়ার পর নতুন কোনো সেতু নির্মিত না হওয়ায় সমস্যায় পড়ে গ্রামবাসী। বিশেষ করে গামইরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা খাল পারাপারে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় স্কুলে যেতে পারত না। উপজেলা পরিষদের উদ্যোগে এলজিইডির অর্থায়নে নির্মিত হয়েছে ভাসমান ড্রাম সেতু।
গামইরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণিমা রানী বলেন, ২০২০ সালের এপ্রিল মাসে হঠাৎ করে এক দিন খালের ওপর আয়রন ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা চার-পাঁচটি শিশু আহত হয়। এরপর নতুন করে কোনো সেতু নির্মাণ না হওয়ায় শিশুরা স্কুলে যেতে পারত না। কেননা, স্কুলের অন্তত ৭০ ভাগ শিশু আসত খালের ওপারের মজিদপুর গ্রাম থেকে। এতে স্কুলটিতে উপস্থিতির হার আশঙ্কাজনকভাবে কমে যায়।