ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত কৃষক

প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুনামগঞ্জ প্রতিনিধি

হাওরের জেলা সুনামগঞ্জে ৯৬ শতাংশের বেশি ধান কেটে ঘরে তুললেও হাসি নেই চাষিদের মুখে। যদিও কৃষকের কথা বিবেচনা করে সরকার ধানের দাম বাড়িয়েছে। মণপ্রতি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ৭ এপ্রিল। তবে জেলায় পুরোদমে ধান কেনা শুরু করা যায়নি। সুনামগঞ্জে গত বছর সরকারিভাবে ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার টন।

চলতি বছর তা কমে ১৭ হাজার ৪৮৩ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সুনামগঞ্জ সদর উপজেলার গুয়ারচুরা গ্রামের কৃষক আব্দুল খালিক বলেন, ‘সরকারিভাবে ধান কিনার জন্য আমরার এদিকে কেউ আইছে না, খোঁজখবর নিছে না। আমি প্রায় ১০ কেয়ার জমিতে ধান চাষ করছি টাকা ঋণ আইন্না। এখন ঋণের টাকা আর শ্রমিকের মজুরি পরিশোধ করতে হচ্ছে ফড়িয়াদের কাছে ধানের মণ ৭৫০ থেকে ৮৫০ টাকায় করে বিক্রি হচ্ছে।’