ঢাকা ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পটোলের সঙ্গে শত্রুতা

পটোলের সঙ্গে শত্রুতা

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের এক বিঘা জমির ধরন্ত পটোল ক্ষেত কেটে সাবাড় করে দিল দুর্বৃত্তরা। গত সোমবার মধ্যরাতে উপজেলার বারবাজার পিরোজপুর গ্রামের কৃষক রুহুল আমিনের ক্ষেতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গতকাল তার পটোল ক্ষেতে কাজ শেষে বাড়ি আসেন। সকালে ক্ষেতে গিয়ে দেখেন কিছু পটোল গাছের মাথা শুকিয়ে নুইয়ে পড়েছে। এরপর ক্ষেতের মাঝে গিয়ে দেখতে পান তার সব গাছের গোড়া কেটে দেয়া হয়েছে।

তিনি জানান, পটোল ধরার পর সবেমাত্র তিন হাট পটোল বিক্রি করেছেন। কে বা কারা শত্রুতাবশত তার ক্ষেত কেটে সাবাড় করেছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে তিনি স্থানীয়দের পরামর্শে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছেন। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কৃষকের ক্ষেত কর্তনের ঘটনাটি দুঃখজনক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত