ঢাকা ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নদীতে চলছে রমরমা বালু বাণিজ্য

নদীতে চলছে রমরমা বালু বাণিজ্য

পাবনা জেলার পূর্ব-উত্তর-দক্ষিণ প্রান্ত দিয়ে বয়ে যাওয়া নদনদীতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার বসিয়ে ভূঅভ্যন্তর থেকে সাদা সোনাখ্যাত বালু তোলা হচ্ছে। এতে ভূঅভ্যন্তরের কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসায় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। দিনে প্রশাসন তৎপর থাকায় বালুদস্যুরা গভীর রাতে ড্রেজারের বাতি নিভিয়ে বালু তুলছে।

পাবনা জেলার পূর্ব, উত্তর, দক্ষিণপ্রান্ত দিয়ে বয়ে যাওয়া পদ্মা, যমুনা, বড়াল ও হুরাসাগর নদী থেকে ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতা ও তাদের আত্মীয়স্বজন প্রকাশ্যে বালু তুলে বিক্রি করে আসছে। তারা শক্তিশালী ড্রেজার মেশিনের সাহায্যে নদীর তলদেশের ২০ থেকে ২৫ ফুট গভীর থেকে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু তুলছে। এতে নদীপাড়ের গ্রামগুলোর বাসতবাড়ি, ফসলি জমি, তীর সংরক্ষণ কাজ ও পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, রেল স্টেশন, পূর্ব-পশ্চিম জাতীয় বিদ্যুৎ গ্রিডের টাওয়ার ভাঙনের হুমকির মুখে পড়েছে। যমুনা, পদ্মা, বড়াল ও হুড়াসাগর নদী পাড়ের বিভিন্ন পয়েন্টে বালু বেচাকেনার হাট বসেছে। প্রতিদিন লাখ লাখ টাকার বালু কেনাবেচা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেলজরিমানায়ও থামছে নাবালু তোলা। বিনা পুঁজিতে অধিক লাভ হওয়ায় প্রভাবশালী বালুসন্ত্রাসীরা জেলজরিমানা উপেক্ষা করে নদী থেকে বালু তোলাসহ প্রকাশ্যে বেচাকেনা অব্যাহত রেখেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত