গোপালগঞ্জে তিল চাষ সম্প্রসারণে মাঠ দিবস

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল তিলের জাত বিনা তিল-২-এর চাষাবাদ সম্প্রসারণ উপলক্ষে গত বৃহস্পতিবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে এ মাঠ দিবসের আয়াজন করে। মাঠ দিবসে অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনার পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল মালেক। গোপালগঞ্জ বিনা কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কামরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী, কৃষক মো. রফিক সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিনা তিল-২ একটি ঔষধি গুণ সম্পন্ন তৈল বীজ।