শখের আম বাগানে মালেকের বাজিমাত

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

ইউটিউবে অন্যের আম বাগানের ভিডিও দেখে উৎসাহিত হয়ে ২০১৮ সালে নিজের আড়াই একর জমিতে ৩০০ আমের চারা রোপণ করেন রাজবাড়ীর মোহাম্মদ আব্দুল মালেক শিকদার (৫০)। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। চলতি মৌসুমে তার আড়াই একর জমিতে তিন শতাধিক আম গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে। উন্নত জাতের আম বাগান করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তিনি। আব্দুল মালেক শিকদার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া গ্রামের আব্দুল খালেক শিকদারের ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি ও চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

আম চাষি মোহাম্মদ আব্দুল মালেক শিকদার বলেন, ২০১৮ সালে আমি ইউটিউবে দেখি অনেক কৃষি উদ্যোক্তা উন্নত জাতের আমের বাগান করে লাভবান হচ্ছেন। তাদের ওই ভিডিও দেখে উৎসাহিত হয়ে আমি বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে খোঁজখবর নিয়ে চন্দনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডাউকি গ্রামে আড়াই একর জমির ওপর তিন শতাধিক আম গাছের চারা রোপণ করি। রাজবাড়ীর মাটি আম চাষের জন্য উপযুক্ত হওয়ায় এ বছর আমার বাগানে প্রচুর ফলন হয়েছে। প্রতিটি গাছে প্রায় ৩০ থেকে ৪০ কেজি আম আছে। সে হিসাবে তিন শতাধিক গাছে ২০০ থেকে আড়াইশ’ মণ আমের ফলন পাব বলে আশা করছি।