ভোলায় বাণিজ্যিকভাবে আম চাষ বাড়ছে

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

জেলায় বর্তমানে বাণিজ্যিকভাবে আম চাষ ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। চলতি বছর ২১৮ হেক্টর জমিতে প্রায় পৌনে ২ লাখ গাছে ব্যাপক আমের ফলন হয়েছে। এর মধ্যে অর্ধেকই রয়েছে আম রুপালি। ২০ ভাগ দেশি ও বাকি ৩০ ভাগ হিমসাগর, ল্যাংরা, হাড়ি-ভাঙা, পালমাল, বারি-৪, বারি-১১সহ বিভিন্ন জাত। এছাড়া কৃষি বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের অধীনে ৫০ শতাংশ জমির প্রায় ৩০০ আম বাগানে প্রায় ৩০ হাজার আম গাছ রয়েছে। চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ২৮৪ মেট্রিকটন আম উৎপাদন হবে বলে কৃষি বিভাগ প্রত্যাশা করছে। কৃষি অফিস জানায়, জেলায় মূলত ২০১৫ সালের পর থেকেই ক্ষুদ্র পরিষরে বাণিজ্যিকভাবে আম বাগান গড়ে উঠা শুরু করে। কৃষি বিভাগের বিভিন্ন উদ্যোগ ও চাষিদের প্রেচেষ্টায় সম্প্রসারণ হচ্ছে এ লাভজনক ফল চাষ। ২০১৫ সালে জেলায় আমের চাষ হয়েছে ১৩৫ হেক্টর জমিতে। পরের বছর হয় ১৪৫ হেক্টর। পর্যায়ক্রমে বাণিজ্যিক চাষ বাড়তে থাকে দক্ষিণের এ জেলায়।