ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হাওরে অপরিকল্পিত বাঁধ নির্মাণ

হাওরে অপরিকল্পিত বাঁধ নির্মাণ

ফসল রক্ষায় হাওরের চারপাশে বাঁধ দেওয়া হয়। কিন্তু ১৯৮৫ সাল থেকে হাওরের পাশ দিয়ে প্রবাহিত নদ-নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করা শুরু হয়েছে। ওই সময় স্থানীয় লোকজন ও ইউনিয়ন পরিষদ নদীর ওপর পানির প্রবাহ বন্ধ করে আড়াবাড়ি বাঁধ দিয়েছে। বর্ষায় তা আবার ভেঙে যেত। এ বছর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফসল রক্ষায় ১১২টি প্রকল্পের মাধ্যমে ২০ কোটি টাকার কাজ হয়েছে। এসব প্রকল্পে দুই নদীকে অন্তর্ভুক্ত করে স্থায়ী বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে পাউবো। নদী দুটি হলো উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পার্শ্ববর্তী মনাই নদী ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরমরা নদী। ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে আসা ঢলের পানির প্রবাহ ধরে রাখতে পারলে হাওরের ফসল রক্ষা পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত