ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান

রাজবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনতে ২০২২-২৩ অর্থ বছরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের ১৫৪টি বাড়িতে কৃষি বিভাগের উদ্যোগে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলা হয়েছে। এতে কৃষি বিভাগের প্রদর্শনী হিসেবে প্রত্যেক কৃষককে লাউ, মিষ্টি কুমড়া, লালশাক, করলাসহ ২৫ জাতের সবজির বীজ ও ফলের চারার জন্য বাগান তৈরির আনুষঙ্গিক সার, বীজ সংরক্ষণ পাত্র, নেট, সাইনবোর্ড ও গাছের চারা দিচ্ছে উপজেলা কৃষি অফিস। আর কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে তাদের পুষ্টিসম্মত সবজি চাষে অনুপ্রেরণা দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নে ‘বাড়ির পাশে বাগ-বাগিচায় শাক-সবজির চাষ, ফুল দেবে, ফল দেবে, পুষ্টি বারো মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপজেলায় গড়ে উঠেছে পুষ্টি বাগান। পরিবারের চাহিদা মিটিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত